নোটিশ বোর্ড
গত ২৭/০৭/২০১২ ইং তারিখ হ্ইতে শুরু হেয়েছে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রাম ট্রেনিং। উক্ত ট্রেনিংয়ে আয়োজক জনাব নির্বাহী মহোদয়কে জানাই প্রান ঢালা অভিন্দন । তার সাথে সাথে অভিন্দন জানাই চেয়ারম্যান মহোদয়কে।কারন তিনি আমাদেরকে ট্রেনিং করার সুয়োগ করে দিয়েছেন । সচিব মো:ইব্রাহিম ভাই আমাকে যে রকম সহযোগিতা করেছেন তাতে আমি ধন্য মনে করি । আমাদের ৪নং উওর জয়নগর ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্র্রী শেখ হাসিনাকে ডিজিটাল ধন্যবাদ । এই বলে শেষ করছি ।
বিবি মরিয়ম
তথ্যউদ্যোক্তা
৪নং উওর জয়নগর ইউ: পরিষদ
দৌলতখান-ভোলা ।
আমাদের সেবা সমুহ
১। কম্পোজ করা হয়।
২। ইন্টারনেট সেবা দেওয়া হয়।
৩। জন্ম নিবন্দন কার্ড দেওয়া হয়।
৪। নাগরিকত্ব সনদ দেওয়া হয়।
৫। মৃত্যু সনদ দেওয়া হয়।
৬। ইমেল পাঠানো হয়।
৭। ভিডিও কনভারেঞ্জ এর মাধ্যমে বিদেশে কথা বলা যায়।
৮। ইমেল তৈরী করা, পেজবুক তৈরী করা ।
৯। ছবি তোলা হয়।
১০। বিবাহের কার্ড তৈরী করা হয়।
১১। প্রজেক্টর ভারা দেওয়া হয়।
১২। ট্রের্ড লাইঞ্জেস্ দেওয়া হয়।
১৩। ডাটা এন্টি করা হয়।
১৪। ফটো কপি করা হয়।
১৫। কৃষি তথ্য দেওয়া হয়।
আরো অনেক সেবা দেওয়া হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS