Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতিঃ

                   দৌলতখান  উপজেলা  বাংলাদেশের সর্ব  বৃহত্ত নদী-মাতৃক এলাকা হিসাবে   পরিচিত। দৌলতখান  উপজেলা ভোলা জেলা  সদর থেকে মাত্র ২৮ কিঃমিঃ দূরে। 

                    এ উপজেলার উপর দিয়ে ঢাকা  ও চট্টগ্রাম অতি দ্রত যাওয়া যায় ।

 

             

আয়তনঃ দৌলতখান  উপজেলার আয়তন ৩১৬.১০ বর্গ কিঃমিঃ এবং ০১ ( এক) টি পুলিশ ষ্টেশন দৌলতখান উপজেলা  নিয়ে গঠিত।  ইউনিয়ন পরিষদের সংখ্যা ০৯ (নয় )টি। এর মধ্য মদনপুর ও হাজিপুর দূর্গম এলাকা । মোট ওয়ার্ড সংখ্যা ৮১ টি, গ্রাম ৪৯টি। দৌলতখান  উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন ( বাংলাবাজার ) দৌলতখান পেীরসভা থেকে উন্নত হয়েছে ।

 

সীমাঃ

 

উত্তরে মেঘনানদি ও ভোলা সদর উপজেলা , দক্ষিনে বোরহা্নউদ্দিন ও তজুমুদ্দিন উপজেলা , পূর্বে মেঘনা নদি ও ভোলা সদর উপজেলা

 

 

দৌলতখানে ০১ টি পৌরসভা  (আংশিক), ০৯ টি ইউনিয়ন,   ৪৯ টি মৌজা, ৪৯ টি গ্রাম নিয়ে গঠিত।