দৌলতখান থেকে জাতিয় ইলিশ মাছ দেমের বিভিন্ন জায়গায ও বিদেশে রপ্তানী হয়ে থাকে।
এ এলাকায় উৎপাদিত সবজি ও সুপারি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে।
দৌলতখান উপজেলা ব্যবসা-বাণিজ্যে বিকশিত হয়েছে। গুপ্পগঞ্জ বাজার, মিয়ার হাট, মৃধার হাট, বাংলাবাজার -বাণিজ্যের প্রধান কেন্দ্রস্থল। এখানে রয়েছে ৫টি অটো রাইস মিল, রাইস মিল, ইট ভাটা, বিস্কুট ফ্যাক্টরী, সিনেমা হল ২টি, ফিলিং স্টেশন রয়েছে ৫টি, রয়েছে ব্যাংক বীমা প্রতিষ্ঠান। উপজেলার প্রায় ৭% লোক ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS